স্পেশাল করেসপন্ডেন্টঃ ডিয়েগো ম্যারাডোনার চিরবিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সারা পৃথিবীতে। বুয়েন্স এইরেস থেকে গোটা পৃথিবীতেই চলছে এই কিংবদন্তির জন্য শোকের মাতম। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
ম্যারাডোনার ফুটবল প্রেমে মজে আছে বাংলাদেশও। তার ফুটবল জাদুতে মোহবিষ্ট এই ব-দ্বীপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ঢেউ বইছে গতকাল রাত থেকেই। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সুপারস্টার, ফুটবল নক্ষত্র ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম ম্যাচের পর ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
দিনের প্রথম ম্যাচের পর এই নীরবতা পালনে শামিল হয়েছিল চারটি দল। মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রামের সব ক্রিকেটাররা অংশ নেন। চার দলের সব সদস্যই উপস্থিত ছিলেন। চার দলের পেছনেই গ্রাউন্ডসম্যানসহ মাঠের সব কর্মীরা অংশ নিয়েছিল। স্টেডিয়ামে থাকা বিসিবির কর্মকর্তারাও অংশ নেন।
মাঠের বড় পর্দায় দেখানো হয় ম্যারাডোনাকে নিয়ে তৈরি কয়েক মিনিটের ভিডিও। লেখা হয় ‘ লেজেন্ডস নেভার ডাই, ইউ উইল বি রিমেমবারড’। পাশেই ছিল বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা ম্যারাডোনার শ্বাশ্বত সেই ছবি।
- নট আউট / এমজেএ