সিনিয়র করেসপন্ডেন্টঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৮৯ রানের টার্গেট পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ঢাকাকে মাত্র ৮৮ রানে অলআউট করেছে চট্টগ্রাম।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলিং তোপের মুখে দাড়াতেই পারে নি ঢাকার ব্যাটসম্যানরা। কোনো ব্যাটসম্যানই বড় রান করতে পারে নি। তানজিদ হাসান তামিম ২, সাব্ব্রির রহমান ০, মুশফিকুর রহিম ০, আকবর আলী ১৫, শাহাদাত হোসেন ২, আবু হায়দার রনি ০ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয় পড়ে যায় ঢাকা।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা নাঈম দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ২৩ বলে ৪০ রান করে তিনিও আউট হন। ১৬.২ ওভারে শেষ পর্যন্ত ৮৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা।
চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম সবাই ২টি করে উইকেট নেন। এছাড়া নাহিদুল ইসলাম ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।
নট আউট/আরএ