স্পেশাল করেসপন্ডেন্টঃ বঙ্গবন্ধু টি-২০ কাপ দেখার অ্যাসাইনমেন্ট নিয়েই বাংলাদেশে ফিরেছেন রাসেল ডমিঙ্গো। ক্রিকেটারদের পারফরম্যান্স পরখ করবেন তিনি। ছুটি কাটিয়ে গত পরশু সকালে ঢাকায় এসেছিলেন বাংলাদেশের হেড কোচ। দক্ষিণ আফ্রিকা থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই ঢাকামুখী বিমানে চড়েছিলেন তিনি।
গত বুধবার ঢাকায় আরেকবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ। গতকাল বৃহস্পতিবার সেখানেও নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। স্বস্তির খবর পেয়েই আর হোটেল বন্দী হয়ে থাকেননি ডমিঙ্গো। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে এসে হাজির হয়েছিলেন এই প্রোটিয়া কোচ।
গতকাল খুলনা-রাজশাহী ম্যাচের সময় মিরপুর স্টেডিয়ামে দেখা গেছে ডমিঙ্গোকে। মাহমুদউল্লাহ, সাকিবদের বিরুদ্ধে নাজমুল হোসেন শান্ত বাহিনীর জয়টা দেখেছেন তিনি। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপে ডমিঙ্গোর ব্যস্ততা নেই। শুধু ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সই দেখবেন। জাতীয় দলের পাশাপাশি তরুণদের প্রতিও নজর থাকবে তার। অন্য বিদেশি কোচরা এখনও ফিরেননি। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে ফিরবেন তারা।
- নট আউট / এমজেএ