স্পেশাল করেসপন্ডেন্টঃ করোনাকালে বিসিবির আয়োজিত দ্বিতীয় টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-২০ কাপ। জাতীয় দলের ক্রিকেটাররা গত দুই মাস ধরেই অনুশীলন, ম্যাচ খেলার মাঝে ছিলেন। তবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য এটিই প্রথম টুর্নামেন্ট, করোনার লম্বা বিরতির পর। প্রথম দিনটা দুর্দান্ত কাটলেও বঙ্গবন্ধু টি-২০ কাপের দ্বিতীয় দিনে লড়াই জমেনি।
সবচেয়ে লক্ষ্যণীয় যে, টুর্নামেন্টে ব্যাটসম্যানরা ‘ডাক’ তথা শূন্য রানে আউট হওয়ার মিছিলে যেন নেমে গেছেন। রীতিমতো ‘শূন্য’ রানে আউট হওয়ার ছড়াছড়ি।চার ম্যাচে ১২ জন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগে। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়েছেন চার ব্যাটসম্যান।
ঢাকা-রাজশাহীর উদ্বোধনী ম্যাচে রাজশাহীর চার ব্যাটসম্যন ফেরেন ‘ডাক’ মেরে। তারা হলেন- ফজলে মাহমুদ ০ (০), আরাফাত সানী ০ (১) ও মুকিদুল ইসলাম ০ (৩)। পরের ম্যাচে তিন ব্যাটসম্যান একই পথে হাঁটেন। তাদের দুই জন বরিশালের আর বাকি একজন খুলনার। বরিশালের মেহেদী মিরাজ ০ (১), সুমন খান ০ (২)। খুলনার ইমরুল কায়েস ০ (২)।
দ্বিতীয় দিনের খুলনা-রাজশাহীর ম্যাচে একমাত্র ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে আউট হন খুলনার ইমরুল কায়েস ০ (৩)। টুর্নামেন্টে দুই ম্যাচ খেললেও ইমরুলের নামের পাশে কোনো রান যোগ হয়নি।
ঢাকা-চট্টগ্রামের চতুর্থ ম্যাচে ভেঙেছে আগের তিন ম্যাচের রেকর্ড। ঢাকার পাঁচ ব্যাটসম্যানকে খালি হাতে ফেরায় চট্টগ্রামের বোলাররা। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, সাব্বির রহমানও। মুশফিক প্রথম বলে ফিরলেও সাব্বির রহমান ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এছাড়া আবু হায়দার রনি ০ (২), রুবেল হোসেন ০ (৩), মেহেদী হাসান রানা ০ (২) শূন্য রানে আউট হন।
- নট আউট / এমজেএ