নিউজিল্যান্ডে অবস্থান করা পাকিস্তান দলের আরও ৩ ক্রিকেটার ক'রোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দলটির মোট ১০ সদস্য ক’রোনায় আক্রান্ত হলেন। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রায় এক মাস আগেই নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে পাকিস্তান দল। তবে নিউজিল্যান্ডে এসেই বাধে যত বিপত্তি।
নিউজিল্যান্ডে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা ছিলো পাকিস্তান দলের। কিন্তু প্রথম তিন দিনের আইসোলেশনের নিয়ম ভঙ্গ করে সমালোচনার জন্ম দেয় দলটি, সেই সাথে ক'রোনা ছড়িয়ে ক্রিকেটারদের মধ্যে।
প্রথমে দফার ক'রোনা টেস্টে ৬ ক্রিকেটার হয়েছিলেন আক্রান্ত। এরপর ক'রোনা টেস্টে আরো একজন হন পজেটিভ। সর্বশেষ ৩ জনের দেহে ক'রোনার উপস্থিতি মিলেছে। ক্রিকেট নিউজিল্যান্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেয় নিজেদের কঠোর অবস্থান- আরেকবার নিয়ম ভাঙলেই পাকিস্তান দলকে ফেরত পাঠানো হবে দেশে।
এই সফরকে উদ্দেশ্য করে পাকিস্তান দল সাথে করে নিয়ে এসেছে মোট ৫৩ সদস্যকে। এই বিশাল বহরে ৩৫ জন ক্রিকেটার ছাড়াও কোচিং, স্টাফ রয়েছে মোট ২০ জনের মতো। তাই বিশাল এই বহরকে সামলানো বেশ দায় হয়ে পড়েছে। সেইসাথে ক'রোনা পরিস্থিতিও বেগতিক।
এদিকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, কোয়ারেন্টিনের প্রথম তিন দিন ক্রিকেটারদের ঘরবন্দী থাকার কথা ছিলো। কিন্তু তারা নিয়ম ভেঙ্গে হোটেলে ঘনিষ্ঠ হয়ে সময় কাটিয়েছেন, করেছেন খাবার ভাগাভাগিও। আর এর থেকেই ক্রিকেটাররা হয়েছেন ক'রোনা আক্রান্ত।
- নট আউট / টিএ