স্পেশাল করেসপন্ডেন্টঃ হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। আজ বিসিবি একাডেমি দুপুর ১২টার পর চট্টগ্রাম-বরিশালের অনুশীলন চলাকালীন মাঠে আসেন মাশরাফি। গা গরমের পর্ব শেষে নেটে ৪ ওভার বোলিং করেছেন। পরে পাঁচ রাউন্ড রানিং করেছেন। তবে ফেরার আগে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
কারণ বঙ্গবন্ধু টি-২০ কাপের কারণে মিরপুর স্টেডিয়াম, একাডেমি মাঠ এখন জৈব সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত। সেখানে বলয়ের বাইরে থাকা যে কারো প্রবেশ নিষেধ। মঙ্গলবার একাডেমি মাঠে প্রবেশ এবং অনুশীলন করে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন সাবেক এই অধিনায়ক। পরে বিষয়টি জানতে পেরে নিজেই দুঃখ প্রকাশ করেছেন ডানহাতি এই পেসার। অবশ্য অনুশীলন করার সময় অন্য কোনো ক্রিকেটার, কোচকে নিজের কাছাকাছি আসতে দেননি তিনি। শুধু ট্রেনার তুষার কান্তি তার বোলিং, রানিং তত্ত্বাবধান করেছেন।
মাশরাফির ভুল করে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘উনি করোনা টেস্ট করিয়েছিলেন ব্যক্তিগত ভাবে। আমাদের এখানে করাননি। তার অনুশীলন করার কথা ছিল ইনডোরের মাঠে। উনি সেটা বুঝতে পারেননি। যখন সে বুঝতে পেরেছে তার জন্য অন্য জায়গা তৈরি করা হয়েছে তখন সে স্যরি বলে বেরিয়ে গেছে।’
এদিকে বঙ্গবন্ধু টি-২০ কাপেও খেলার সম্ভাবনা জেগেছে মাশরাফির। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, ফরচুন বরিশালের খেলবেন তিনি।
নট আউট/এমজেএ/আরএ