সিনিয়র করেসপন্ডেন্টঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ১০৯ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে ঢাকার দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৮ রানে থেমে যেতে হয় তামিমের দলকে।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের মধ্যে আউট হয়ে যান ফেরত যান সাইফ হাসান ((৯), পারভেজ হোসেন ইমন (০) ও আফিফ হোসেন (০)। চাপে পড়ে যায় বরিশাল। তামিম ইকবাল ও তৌহিদ হৃদয় চতুর্থ উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।
টি-টোয়েন্টিতে তামিম ইকবাল ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করে তামিম ৩১ রান করে বিদায় নেন। এরপর ইরফান শুক্কুর (৩), মেহেদি হাসাম মিরাজ (১২) কেউ দলের রান বড় করতে পারেনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৮ রান করে তামিমের দল। করেন তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রান করেন।
বেক্সিমকো ঢাকার বোলাদের মধ্যে রবিউল ইসলাম রবি ৪টি উইকেট নেন। এছাড়া শফিকুল ইসলাম ২টি এবং রুবেল হোসেন ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।
নট আউট/আরএ