স্পেশাল করেসপন্ডেন্ট: টুর্নামেন্ট শুরুর আগে কাগজে-কলমে শক্তিশালী দলের তকমা পেয়েছিল জেমকন খুলনা। লিগ পর্বে ভালো না করলেও প্লে-অফে অপ্রতিরোধ্য রুপে ধরা দিল খুলনা। শুক্রবার ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপের শিরোপা জিতল খুলনা। অভিজ্ঞতার মূল্য পেল দলটি।
মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জিতলেন। মাশরাফি বিন মুর্তজার ঝুলিতে যোগ হলো ঘরোয়া ক্রিকেটের পঞ্চম টি-২০ ট্রফি। এই প্রথম অধিনায়কত্ব না করে টুর্নামেন্ট খেলেছেন। তবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ ঠিকই পেয়ে গেছেন তিনি।
খুলনা শিরোপা জিতলেও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের এই পেসার ২২ উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিং করেছেন টুর্নামেন্ট জুড়ে। টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কারও পেয়েছেন তিনি।
ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদউল্লাহ। ৪৮ বলে অপরাজিত ৭০ রান করেছেন খুলনার অধিনায়ক। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন লিটন দাস। ৩৯৩ রান করেছেন তিনি।
বিশেষ পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।
নট আউট/এমজেএ/আরএ