স্পেশাল করেসপন্ডেন্ট: দেশের ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথমবার ট্রফি জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল তার নেতৃত্বে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ জিতেছে জেমকন খুলনা। মাশরাফি বিন মুর্তজা জিতলেন পঞ্চম টি-২০ ট্রফি।
গত এক দশকে অনেকবারই ট্রফির দুয়ার থেকে ফিরে এসেছেন মাহমুদউল্লাহ। এই মাশরাফির কাছেও হেরেছিলেন ফাইনাল। মাশরাফি নেতৃত্ব থেকে সরতেই শিরোপার স্বাদ পেলেন মাহমুদউল্লাহ। এবার অবশ্য ঘরোয়া ক্রিকেটে সফল নড়াইল এক্সপ্রেসকে আর দূরে রাখেননি, তাকে দলে নিয়েই ট্রফির মিশনে সফল হয়েছেন মাহমুদউল্লাহ।
শিরোপা জেতায় দলের ক্রিকেটারদের সঙ্গে মাশরাফিকে ধন্যবাদ দিয়েছেন খুলনার অধিনায়ক। পুরস্কার বিতরণীতে বলেছেন, মাশরাফির অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে তাকে।
টুর্নামেন্টের শেষ দিকে এসে খুলনায় যোগ দেন মাশরাফি। তার চারটি বিপিএল জয়ী অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে খুলনা। গতকাল মাহমুদউল্লাহ বলেছেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি। খুশি যে আমি অবদান রাখতে পেরেছি। বিশেষ ধন্যবাদ আমার দলকে। বিশেষ করে ম্যাশকে। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। খুবই খুশি তাকে পেয়ে।’
এছাড়া দলের সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। খুলনার অধিনায়ক বলেছেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলাররা, ব্যাটসম্যানরা ও বিশেষ করে ফিল্ডাররা - যেভাবে তাদের সব ঢেলে দিয়েছে তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’
নট আউট/এমজেএ/আরএ