স্পেশাল করেসপন্ডেন্ট: গত ১৩ ডিসেম্বর বাবাকে হারিয়েছেন জেমকন খুলনার পেসার শহীদুল ইসলাম। খেলতে পারেননি প্রথম কোয়ালিফায়ার। না ফেরার দেশে চলে যাওয়া বাবাকে দাফন করেই ফিরে আসেন শহীদুল। তিনদিন হোটেল রুমে বন্দী থেকে, করোনা পরীক্ষা শেষে গতকাল ফাইনালে খেলতে নামেন ডানহাতি এই পেসার।
ম্যাচের শেষ ওভারে তার দুরন্ত বোলিংয়েই বঙ্গবন্ধু টি-২০ কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল চট্টগ্রামের। শহীদুল দিয়েছেন মাত্র ১০ রান, সঙ্গে নিয়েছেন দুটি উইকেট। গতকাল ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, পিতৃশোক বুকে নিয়ে মাঠে নামা শহীদুলের জন্যই খেলেছিল খুলনা।
গতকাল ম্যাচের পর মাশরাফি বলেছেন, ‘সবকিছুর জন্য সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ। যখন আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি সবসময়ই চ্যাম্পিয়ন। বিশেষ করে যখন আমি ফাইনাল খেলেছি। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ এবং একটা জিনিস যে আমরা সবাই শহীদুলের জন্য খেলেছি। তার বাবা পাঁচদিন আগে মারা গেছে।’
খুলনার পুরো দলই একাট্টা ছিল ম্যাচ জয়ে। মাশরাফি আরও বলেছেন, ‘আমাদের অধিনায়ক বলেছে যে আমরা শহীদুলের জন্য খেলব। তারা বাবা মারা যাওয়ার কারণে বাড়িতে ছিল এবং হোটেলে সে গত তিনদিন কোয়ারেন্টাইনে ছিল। সে পরীক্ষায় নেগেটিভ হয় এবং সে খেলেছে। আমরা শুধু তার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তার জন্য জয়ে এনে দিতে পেরেছি।’
নট আউট/এমজেএ/আরএ