ESPNCricinfo এর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান। সেখানে তাকে ঝটপট ২৫ টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। Not Out এর আজকের আয়োজনে সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো -
০১) চট্টগ্রামে লাঞ্চ করার জন্য আপনার প্রিয় জায়গা কোনটি?
তামিমঃ দম ফুক (Dum Phoonk).
০২) কোন আরামদায়ক জিনিসটি আপনি সব ড্রেসিংরুমেই যুক্ত করতে চান?
তামিমঃ মিউজিক।
০৩) কোন মজাদার খাবারটি আপনি ভাল বানাতে পারেন?
তামিমঃ স্মুদিস (Smoothies).
০৪) কোন ব্যায়ামটি আপনার খুবই অপছন্দের?
তামিমঃ সব ধরনের ওয়ার্ম - আপস।
০৫) কোন বাংলাদেশী ক্রিকেটার বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকেন?
তামিমঃ প্রায় সবাই।
০৬) বাংলাদেশে 'স্ট্রিট ক্রিকেটে' ব্যবহৃত হয় এমন একটি নিয়ম বলুন।
তামিমঃ বল সীমানার বাইরে উড়িয়ে মারলে আউট, স্ট্রেইট সোজা উড়িয়ে মারলে ছয়। সেখানে স্ট্যাম্প সাধারণের থেকে বেশ কয়েকগুণ বড় ও চওড়া হয়।
০৭) এমন কোন বিখ্যাত ব্যক্তি কি আছেন, যাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চান?
তামিমঃ দুইজন ব্যক্তি আছেন। একজন ক্রিশ্চিয়ানো রোনালদো, অপরজন রজার ফেদেরার।
০৮) টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের সময় বোলারের বল করার পূর্বে মাঝের সময়টায় আপনি কি করতে পছন্দ করেন?
তামিমঃ নিজেকে সুইচ অফ রাখি, আশেপাশে বিল্ডিং বা এ জাতীয় কিছু খুঁজি এবং পরবর্তী বলের প্রতি মনোনিবেশ করি।
০৯) আপনার জীবনীর ওপর ভিত্তি করে যদি কোন সিনেমা নির্মিত হতো, তবে নায়কের ভূমিকায় কাকে নির্বাচন করতেন?
তামিমঃ সালমান খান।
১০) ক্রিকেটভক্ত নয় বা ক্রিকেট বোঝেনা এমন কাউকে কিভাবে আপনি 'ক্রিকেট' সম্পর্কে বোঝাবেন?
তামিমঃ যদি আমি আমেরিকায় থাকতাম তাহলে এটাকে আমি 'বেসবল' এর সঙ্গে তুলনা করে বোঝাতাম।
১১) আপনার কাছে কোন ধরনের আউট সবথেকে বিরক্তিকর মনে হয় ?
তামিমঃ রান আউট।
১২) যদি আপনাকে একটি 'সুপার পাওয়ার' দেওয়া হতো, তাহলে সেটি কি চাইতেন?
তামিমঃ প্রতিটি বলেই ছক্কা হাঁকানোর ক্ষমতা।
১৩) একটি ছক্কা হাঁকানোর ক্ষেত্রে প্রথমতঃ কোন নিয়মটিকে অনুসরণ করা উচিৎ?
তামিমঃ প্রথমেই ১০০% নিশ্চিত হতে হবে যে আমি এই বলটিকে ছক্কা মারার জন্যই হিট করছি।
১৪) আপনার ক্যারিয়ারে এখন পর্যন্ত হাঁকানো সেরা ছক্কা কোনটি?
তামিমঃ ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচে জহির খানের বলে মারা সেই ছক্কা।
১৫) অবসরে ঘুরতে যাওয়ার জন্য আপনার প্রিয় জায়গা কোনটি?
তামিমঃ লন্ডন।
১৬) ক্যারিয়ার শেষে কোন রেকর্ডটি সাথে নিয়ে অবসরে যেতে চান?
তামিমঃ বাংলাদেশের হয়ে প্রতিটি ফর্মেটেই সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে।
১৭) বাংলাদেশী বিরিয়ানির পর কোন দেশের বিরিয়ানিকে আপনার কাছে সেরা মনে হয়?
তামিমঃ ভারত।
১৮) ফোনের কোন অ্যাপটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন?
তামিমঃ হোয়াটসঅ্যাপ।
১৯) আপনি কখনো ভীড় এড়ানোর জন্য ছদ্মবেশ ধারণ করে জনসম্মুখে যাওয়ার চেষ্টা করেছেন?
তামিমঃ সাধারণত আমি জনসম্মুখে গেলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি তামিম ইকবাল কিনা, তাহলে আমি না করি এবং বলি যে আমি তামিম ইকবাল নই।
২০) নদীতে সাঁতারের ক্ষেত্রে আপনি মাশরাফিকে হারাতে পারবেন?
তামিমঃ কোনভাবেই সম্ভব না।
২১) ব্যাট হাতে মাঠে নামার সময় কোন ধরনের মিউজিক শুনতে আপনি পছন্দ করেন?
তামিমঃ আমি আসলে খুব একটা মিউজিকভক্ত নই। মাঠে নামার সময় আমি বেশ নার্ভাস থাকি কেননা, ইনিংসের প্রথম বলটাই আমাকে মোকাবিলা করতে হয়।
২২) ব্যাটসম্যানরা কেন বোলারদের থেকে ঠান্ডা স্বভাবের হন?
তামিমঃ সম্ভবত তারা তুলনামূলকভাবে খুব বিচক্ষণ এবং সচেতন, তাই।
২৩) টেলিভিশনে খেলা দেখার সময় স্টাম্প - মাইকে কার কন্ঠ শুনতে পছন্দ করবেন?
তামিমঃ মাহেন্দ্র সিং ধোনি।
২৪) আপনি খাদ্যাভ্যাসের দিক থেকে বেশ কঠোরতা অবলম্বন করেন। তবে একটি আইটেমের নাম বলুন যেটা গোপনভাবে আপনি বেশ খেয়ে থাকেন?
তামিমঃ চিকেন রোস্ট, যেটা আমরা বাংলাদেশে বানিয়ে থাকি।
২৫) ক্যাচ ছুটে যাওয়ার পর বাংলাদেশী কোন বোলারের অভিব্যক্তি কেমন হয়, এ সম্পর্কে যদি বলতেন।
তামিমঃ তাসকিন আহমেদের কথাই বলি। ওর বলে ক্যাচ উঠলে বল যতক্ষণ উপরে থাকে, ততক্ষণ ও দুইহাত করজোড় করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে অন্ততঃ কেউ ক্যাচটা লুফে নেয়। ও সবসময়ই চায় যাতে কোন উইকেট পাওয়া থেকে বঞ্চিত হতে না হয়। বিষয়টা আমার কাছে বেশ মজাদার লাগে।