স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ড-পাকিস্তানের সিরিজ শেষে টেস্ট ক্রিকেটের নতুন র্যাংকিং প্রকাশ করেছিল আইসিসি। যেখানে ভুল করে আফগানিস্তানকে র্যাংকিংয়ে যুক্ত করা হয়। এবং আফগানদের অবস্থান দেখানো হয় ৯ নম্বরে, ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে। ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ, রেটিং পয়েন্ট ৫৫।
পরে নিজেদের ভুল বুঝতে পেরে র্যাংকিং তালিকা সংশোধন করেছে আইসিসি। র্যাংকিং থেকে সরানো হয়েছে আফগানিস্তানকে। বাংলাদেশ থাকছে ৯ নম্বরেই। পর্যাপ্ত টেস্ট না খেলায় র্যাংকিংয়ে নাম উঠছে না আফগানদের।
গত বুধবার (৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের শীর্ষে উঠার ইতিহাস গড়ার দিনে টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানকে যুক্ত করে আইসিসি। তাতেই ৯ থেকে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। যা নিয়ে তোলপাড় হয় দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।
২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পায় আফগানরা। ২০১৮ সালের তাদের টেস্ট অভিষেক হয়। তারপর চার টেস্টে দুটি জয়, দুটি হার রয়েছে তাদের। নিয়ম অনুযায়ী র্যাংকিংয়ে যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেনি দেশটি। কিন্তু ভুল করে তাদেরকে র্যাংকিংয়ে তুলে আনে আইসিসি। তাতেই বিভ্রান্তি তৈরি হয়। পরে বৃহস্পতিবার র্যাংকিং তালিকায় নিজেদের করা ভুল শুধরে নিয়েছে সংস্থাটি।
- নট আউট / এমজেএ