স্পেশাল করেসপন্ডেন্ট: উইন্ডিজদের বিরুদ্ধে হোম সিরিজের জন্য সবার আগে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, ট্রেনার নিক লি ঢাকায় এসেছেন। কোয়ারেন্টাইন পর্ব শেষে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন তারা। বাংলাদেশ দলের বাকি বিদেশি কোচরাও ঢাকায় এসে পড়েছেন। ৭ জানুয়ারি এসেছিলেন নবনিযুক্ত ব্যাটিং কোচ জন লুইস। শুক্রবার হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও কম্পিউটার অ্যানলিস্ট শ্রীনিভাস চন্দ্রশেখরন ঢাকায় এসে পৌঁছান। আজ বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকায় নেমেই হোটেলে উঠেছেন টাইগার বাহিনীর কোচরা। কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকবেন ডমিঙ্গো-গিবসনরা। পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলে মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন সবাই। বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে আগামী ১০ জানুয়ারি।
যদিও কোচদের ছাড়াই চলতি মাসের শুরু থেকে মিরপুর স্টেডিয়ামে টানা অনুশীলন করছেন ক্রিকেটাররা। ব্যক্তিগত অনুশীলনে সিরিজের প্রস্তুতি সারছেন মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদরা।
নট আউট/এমজ এ/আরএ