খেলার মাঠে বর্ণবাদ নতুন কিছু নয়। যুগ যুগ ধরে এ প্রচলন চলে আসছে। ক্রিকেটে প্রোটিয়াদের হাত ধরে বর্ণবৈষম্যের আবির্ভাব হলেও খুব একটা শিকার হতে হয়নি ক্রিকেটারদের। তবে ফুটবলে এর রয়েছে ব্যাপক ভয়াবহতা। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটেও বর্ণবাদের ঘটনা ঘটছে। তাই ক্রিকেটাররাও এখন বেশ সোচ্চার।
সিডনি টেস্টের তৃতীয় দিন বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন দুই ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। সিডনি টেস্টের চতুর্থ দিনেও ফের বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হলো ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে। সিরাজকে উদ্দেশ্যে করে বর্ণবিদ্বেষী মন্তব্য করায় অন-ফিল্ড আম্পায়ারদের কাছে অভিযোগ জানায় ভারতীয় ক্রিকেটাররা। সাথে-সাথে ব্যবস্থা নেয় সিডনি গ্রাউন্ডে দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনী।
অভিযোগের ভিত্তিতে কিছু দর্শককেও মাঠ থেকে বের করে দেয়া হয়। চর্তুথ দিনে চা-বিরতিতে যাওয়ার আগমুহূর্তে এমন ঘটনা ঘটে। ভারতীয় পেসার সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন কিছু অজি সমর্থক। দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে বিষয়টি জানান সিরাজ। এরপর অন-ফিল্ড আম্পায়ারদের সাথে কথা বলেন রাহানে। যার কারণে ৮ মিনিটের মত খেলা বন্ধও ছিলো।
এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ণবিদ্বেষ নতুন কিছু নয় বলে জানিয়েছেন ভারতীয় অফ-স্পিনার রবীচন্দ্র অশ্বিন। এর আগেও ক্রিকেটারদের এই সমস্যার মুখে পড়তে হয়েছিল বলে জানান তিনি। অশ্বিন বলেন, ‘সিডনিতে এই নিয়ে আমার চতুর্থবার আসা হলো। অতীতেও আমাদের এমন কিছু অভিজ্ঞতা হয়েছে। খেলোয়াড়রা প্রতিবাদ করে সমস্যায়ও পড়েছে। তবে এবারের ঘটনা আগের সবকিছু ছাপিয়ে গেছে। তারা(দর্শকদের উদ্দেশ্য করে) বেশ নোংরা। তারা গালিগালাজও করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।'
-নট আউট/টিএ