সিনিয়র করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে মিরপুরে শুরু হয় জাতীয় দলের এই ক্যাম্প। রোববারই সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকায় এসে পৌছেছে ক্যারীবিয় দল।
প্রথম দিনের অনুশীলনে যোগ দেন নি টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও অফ স্পিনার নাঈম হাসান। ডান হাতের বৃদ্ধাঙ্গুলেরর চোট পুরোপুরি ঠিক না হওয়ায় অনুশীলনে আসেন নি মুমিনুল। আর ডান হাতের কণিষ্ঠ আঙুলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের কারনে আসেন নি নাঈম। ওয়ানডে ও টেস্ট দলের সবাই প্রথম দিনের অনুশীলনে ছিলেন।
হেড কোচ রাসেল ডমিঙ্গোর তত্বাবধানে সকালে কিছুটা গা গরম করেই ইনডোরে ব্যাটিং ও বোলিং অনুশীলনে চলে যান ক্রিকেটাররা। লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান , মোহাম্মদ সাইফউদ্দিন সহ সব ক্রিকেটারই নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
ফিল্ডিং কোচ রায়ান কুকের অধীনে ফিল্ডিং অনুশীলন করেন তারা। তবে কোয়ারেন্টিন জটিলতায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেন নি পেস বোলিং কোচ ওটিস গিবসন ও নতুন ব্যাটিং কোচ জন লুইস।
নট আউট/আরএ