ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে হাসে নি স্টিভ স্মিথের ব্যাট। দুই টেস্টের চার ইনিংসে স্মিথের ব্যাট থেকে আসে নি ১০ রানও। ফলে আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন স্মিথ। এক লাফে নেমে গিয়েছিলেন তিনে। তবে সিডনিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংস শতক এবং দ্বিতীয় ইনিংসে ৮১ রানের ইনিংস খেলে আবারো র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে স্মিথ। বিরাট কোহলিকে তিনে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
তবে শীর্ষস্থান অটুট রেখেছেন কিউই কাপ্তান কেইন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই সিরিজে দুইটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে উঠেছেন উইলিয়ামসন। এদিকে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট খেলে ছুটিতে যাওয়ায় কোহলির খেলা হয়নি বাকি দুই টেস্ট। সেই সুযোগেই দুইয়ে উঠেছেন স্মিথ। বর্তমানে উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৯১৯, স্মিথের ৯০০ ও কোহলির ৮৭০।
এরপরে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রেখেছেন অজি ব্যাটসম্যান মারনাস লাবুশানে ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ষষ্ঠ স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তিন ধাপ পিছিয়ে সাত থেকে দশে নেমে গেছেন ওয়ার্নার। র্যাঙ্কিংয়ের সেরা দশের সাত, আট এবং নয় নাম্বারে যথাক্রমে রয়েছেন আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা ও হেনরি নিকোলস।
-নট আউট/টিএ