হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ়তায় সিডনি টেস্ট বাঁচিয়েছে ভারত। অনেকটা হারতে বসা ম্যাচ শেষ অব্ধি ড্র করতে সক্ষম হয় সফরকারীরা। এদিকে জয়ের সুবাস পেতে থাকা অজিদের হাত থেকে জয় ফসকে যাওয়ায় বারবার মেজাজ হারিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন।
সেইসাথে উইকেটের পিছনে পেইনের হাত থেকে ফসকে গেছে একাধিক ক্যাচ। যেই ক্যাচ গুলো না ফসকালে ম্যাচের ফলাফল অন্যরকম ও হতে পারতো। ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং করেছেন অজি অধিনায়ক। এমনকি অশ্বিনের সঙ্গে বেশ কয়েকবারই উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন তিনি। তাই নিজের এমন দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পেইন।
পেইন বলেন, ‘আমি খেলাটাকে উপভোগ করি। অধিনায়ক হিসেবে আমি সবসময় জিততে চাই কিন্ত কাল আমার প্রত্যাশানুযায়ী হচ্ছিল না কিছুই। তাই মেজাজ হারিয়েছি। আমিও মানুষ, আমি আমার সব ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।'
এদিকে অশ্বিনকে স্লেজিং করার জন্যও অনুতপ্ত হয়েছেন পেইন। ম্যাচ শেষে কথা বলেছেন অশ্বিনের সঙ্গে। এই ব্যাপারে তিনি বলেন, ‘গতকাল ম্যাচ শেষ হওয়ার পরেই আমি ওর (অশ্বিন) সাথে কথা বলেছি। মাঠে যা হয়েছে আমরা দু'জনেই মাঠেই সেটা শেষ করে দিয়েছি। আমি মনে করি এই দুই দলের মধ্যকার সম্পর্ক খুব ভালো, পরস্পরের প্রতি সম্মান আছে এবং বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
-নট আউট/টিএ