স্পেশাল করেসপন্ডেন্ট: গত ১০ জানুয়ারি ঢাকায় আসার পর থেকে আইসোলেশনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সাতদিন কোয়ারেন্টাইনে থাকার নিয়ম অনুযায়ী এখন হোটেল রুমে বন্দী রয়েছে ক্যারিবিয়ানরা। ঢাকায় এসে প্রথমবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছে উইন্ডিজরা গত সোমবার। ক্যারিবিয়ানদের ৩৮ জনের বহরের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কর্মকর্তারা প্রথম দফা স্বস্তির খবর পেলেন। আজ উইন্ডিজদের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে আসার পর চতুর্থ দিন থেকে মাঠে নামার কথা উইন্ডিজ ক্রিকেটারদের। তার আগে দ্বিতীয়বার করোনা পরীক্ষা হবে তাদের। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই অনুশীলন শুরু করবে দলটি। মঙ্গলবারই করোনা পরীক্ষার জন্য দ্বিতীয়বার নমুনা দেয়ার কথা তাদের।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
নট আউট/এমজেএ/আরএ