স্পেশাল করেসপন্ডেন্ট: গত সোমবার (১১ জানুয়ারি) অনুশীলনের সময় আঙুলের ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। বোলিংয়ের সময় বাঁ হাতের চোট পান তিনি। বোলিংয়ের পর ফলো থ্রুতে বল ফেরাতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনীর মাঝের চামড়া ছিলে গেছে ডানহাতি এই পেসারের। তবে চোট গুরুতর নয়। তিনটি সেলাই দেয়া হয়েছে। ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
অবশ্য ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তাসকিনের খেলা নিয়ে শঙ্কা নেই। ওয়ানডের প্রাথমিক দলে আছেন এই দ্রুতগতির পেসার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাসকিন অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে ব্যাথা পেয়েছিল। আঘাত খুবই ছোট, গভীর নয়। সেলাই লেগেছে। ওয়ানডে সিরিজে খেলতে তার কোন শঙ্কা নেই বলে মনে করছি।’
তাসকিন আশা করছেন ২ দিন পরই অনুশীলনে ফিরবেন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘ইনজুরি খুব গুরুতর নয়। মাইনর ইনজুরি। বল লেগে বাঁ হাতে চামড়া থেতলে গেছে। বুড়ো আঙুল ও পাশের আঙুলের মাঝে বল লেগেছিল। তিনটা ছোট ছোট সেলাই দেয়া হয়েছে। আমাকে ২ দিন বিশ্রাম দিছে। ইনজুরি বোলিং হ্যান্ডে না, আর এসব হয়েই থাকে। ইনশাল্লাহ, এই সময়টা কেটে গেলে বোলিং করতে পারবো।’
নট আউট/এমজেএ/আরএ