কাল(বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই সাথে ফিরেছেন দীনেশ চান্দিমালও। দলে রয়েছে একটি নতুন মুখ।
দীর্ঘদিনে চোট সমস্যায় ভুগছিলেন ম্যাথিউস। চোট কাটিয়ে ইংল্যান্ড সিরিজ দিয়ে ফেরা হচ্ছে তার। তবে এই সিরিজে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। ম্যাথিউস, চান্দিমালের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ নুয়ান প্রদীপ, রোশন সিলভা ও লক্ষণ সান্দাকান।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন রমেশ মেন্ডিস। ইনজুরিতে পড়া ধনঞ্জয়া ডি সিলভা ছিটকে গেছেন দল থেকে। এছাড়া কাসুন রাজিথা, সন্তোষ গুনাথিলাকা ও দিলশান মাদুসঙ্কারা হারিয়েছেন জায়গা।
গত বছরের মার্চে লঙ্কা সফরে গিয়েছিলো ইংলিশরা। সেখানে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন রুটরা। তবে করোনা ভাইরাসের ভয়াবহতা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়লে সিরিজটা অসমাপ্ত রেখেই দেশে ফিরে ইংল্যান্ড দল। এবার অসমাপ্ত সেই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ জানুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ জানুয়ারি। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে গল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, দীনেশ চান্দিমাল, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাডা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দাসুন শানাকা, আশিথা ফার্নান্দো, রোশন সিলভা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ ও রমেশ মেন্ডিস।
-নট আউট/টিএ