স্পেশাল করেসপন্ডেন্ট: ক্রিস গেইল থেকে শুরু করে গত দুই দশকে বাংলাদেশের স্পিন আক্রমণে নাকাল হয়েছেন অনেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। বরাবরই বাংলাদেশের স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে উইন্ডিজরা। এবার বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক অনভিজ্ঞ ও খর্ব শক্তির একটি দল। যেখানে হোল্ডার, পোলার্ডদের মতো শীর্ষ ১২ ক্রিকেটারই আসেননি।
যদিও উইন্ডিজদের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্রেথওয়েট দাবি করেছেন, বাংলাদেশের স্পিন সামলানোর পরিকল্পনা নিয়েই এসেছেন। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ক্রেইগ ব্রেথওয়েট।
বাংলাদেশের স্পিন আক্রমণের চ্যালেঞ্জ নিয়ে ডানহাতি এই ওপেনার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জগুলো উতরে যেতে আপনাকে পথ খুঁজে পেতেই হবে। শেষবার তাদের (বাংলাদেশ) স্পিনাররা ভালো করেছিল। শেষ সিরিজের পর আমরা পর্যালোচনা করেছি, কি উন্নতি করতে পারি তা খুঁজে পেয়েছি। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যেটা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা এ চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। আমাদেরকে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’
বাঁহাতি স্পিনে অভিজ্ঞ সাকিব আল হাসান ছাড়াও তাইজুল ইসলাম আছেন। অফস্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানরা আছেন। যদিও আঙুলের ইনজুরির কারণে এখনও অনুশীলনে নামতে পারেননি নাঈম হাসান।
নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই। সাকিবের সঙ্গে আরও তিন সিনিয়র ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে। মুশফিক, মাহমুদউল্লাহ, তামিমরা থাকায় বাংলাদেশ বেশ অভিজ্ঞ দল।
ব্রেথওয়েটও সম্মানটা দিচ্ছেন বাংলাদেশ দলকে, ‘সাকিব তাদের (বাংলাদেশ) মূল খেলোয়াড়। রহিম (মুশফিক) খুব ভালো খেলোয়াড়। তাদের মাহমুদউল্লাহও আছে। তাদের সব খেলোয়াড় আছে। তারা বাংলাদেশে ভালো খেলে। কিছু স্পিনার ও সামর্থ্যবান ব্যাটসম্যান নিয়ে তাদের দলটা ভালো। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন ও নিজেদের উপর বিশ্বাস রাখতে পারলে, আমরা নিজেদের কাজটা করতে পারবো।’
কোয়ারেন্টাইন শেষে মাঠে নামতে তর সইছে না ক্যারিবিয়ানদের। বাংলাদেশে আসার পর টানা চারদিন হোটেল রুমে বন্দী থাকার পর কাল অনুশীলনে নামছে তারা। বিসিবি একাডেমি মাঠে বৃহস্পতিবার দুইভাগে অনুশীলন করবে সফরকারীরা। সকাল ১০টায় ক্যারিবিয়ানদের ওয়ানডে দল ও দুপুর দেড়টা থেকে টেস্ট দলের ক্রিকেটাররা অনুশীলন করবে। দলটির মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে বিষয়টি নিশ্চিত করেছেন।