এ মাসের শেষ সপ্তাহে (২৮ জানুয়ারি) আবুধাবিতে শুরু হতে যাচ্ছে স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-১০ লিগ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেলো টি-১০ এর দল নর্দান ওয়ারিয়র্স। নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। নর্দান ওয়ারিয়র্সে আইকন ক্রিকেটার ছিলেন রাসেল।
রাসেলের নাম প্রত্যাহারে বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নর্দান ওয়ারিয়র্স নিশ্চিত করেছে। তবে কি কারণে রাসেল সরে দাঁড়িয়েছেন সেটা জানায় নি দলটি। রাসেলের নাম প্রত্যাহারে কপাল খুলেছে ওয়েইন পার্নেলের। এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছে ওয়ারিয়র্স। এছাড়া রাসেল সরে দাঁড়ানোয় আইকল প্লেয়ার হিসেবে আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরানকে আইকন ক্রিকেটার ঘোষণা করেছে নর্দান ওয়ারিয়র্স।
রাসেল ছাড়াও নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কান পেসার নুয়ার প্রদীপ। এতে কপাল খুলেছে আরেক লঙ্কানের। প্রদীপের জায়গায় ওয়ারিয়র্সে ডাক পেয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা।
-নট আউট/টিএ