স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে ওয়ানডেতে নতুন উচ্চতায় উঠেছে বাংলাদেশ। গত বছর মার্চে নেতৃত্ব ছাড়লেও অবসর নেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ওয়ানডে দলে জায়গা হয়নি তার। ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবালের নেতৃত্বের নতুন যুগ শুরু হচ্ছে আগামীকাল। মিরপুর স্টেডিয়ামে উইন্ডিজদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে তামিম বাহিনী। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
নতুন শুরুর আগে অধিনায়ক তামিম ও বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।
তামিম ইকবাল খান"এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া।সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি।নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)।’
নট আউট/এমজেএ/আরএ