স্পেশাল করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়ে ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ আন্দোলন ছড়িয়েছে গোটা বিশ্বে। বর্ণবাদ বিরোধী এই আন্দোলনে সমর্থন জানিয়েছে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনাকালে নিজেদের সব আন্তর্জাতিক সিরিজেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পক্ষে সোচ্চার ছিল ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফরে তারা সরব ছিল। তাদেরকে সমর্থন দিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড দলও।
ব্যতিক্রম হচ্ছে না বাংলাদেশ সফরেও। আগামীকাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে উইন্ডিজরা। কাল ক্যারিবিয়ানদের সঙ্গে বর্ণবাদ বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জেসন মোহাম্মেদদের সঙ্গে বর্ণবাদী আচরণের বিপক্ষে নিজেদের সমর্থন প্রকাশ করবেন তামিম-সাকিবরা। সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী এ সম্পর্কে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, করোনার মধ্যে তারা যত ম্যাচ খেলেছে সেখানে তাদের পক্ষ থেকে একটা অভিব্যক্তি ছিল। বিপক্ষ দলগুলোও সেটার সঙ্গে একমত পোষণ করেছে। আমাদেরও তেমনই পরিকল্পনা রয়েছে। কাল ম্যাচে সেটা দেখা যাবে।’
নট আউট/এমজেএ/আরএ