সিনিয়র করেসপন্ডেন্টঃ দীর্ঘ ১০ মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১৯ জানুয়ারি) মিরপুরে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। দলের প্রয়োজনে ৬-৭ নম্বরে ব্যাট হাতে দেখা যাবে সৌম্য সরকারকে। তবে এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ম্যাচের আগে অনলাইনে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল। তিনি আরও জানান এজন্য সৌম্যকে অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রেসিডেন্টস কাপ শুরুর আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তামিম বলেন, ‘আমি নিশ্চিত গতকাল কোচ আপনাদের একটা ইঙ্গিত দিয়েছে। আমি যেটা স্পষ্ট করতে চাই যে এই বার্তাটা ঐ ক্রিকেটারকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাস আগে। এটা এমন এক জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত আদর্শ কোনো একজনকে খুঁজে পাইনি। আপনারা যদি শেষ ৬-৭ বছর দেখেন, এখন যদি কাউকে না পাওয়া যায় তখন কাউকে তৈরি করতে হয় ‘
তিনি আরও বলেন, 'সৌম্যকে আমরা এই কথাটা বলেছি, প্রেসিডেন্টস কাপের আগে। যে এই পজিশনে ( সাত নম্বরে) আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই, স্কিলফুলি ও মেন্টালি তৈরি হও। তো এটা কারও জন্যেই সারপ্রাইজ হয়ে আসেনি। আপনাদের (সাংবাদিক) জন্য একটু হতে পারে। আমাদের মধ্যে এই কথা কিন্তু আগে থেকেই জানা ছিল। আর ঐ ক্রিকেটার ৪-৫ মাস আগে থেকেই জানতো। শুধু সৌম্য না, এখানে মিঠুন আছে, আফিফ আছে। এই স্পটে আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি যা মনে করি।'
নট আউট/আরএ