স্পেশাল করেসপন্ডেন্ট: প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। ওয়ানডেতে অভিষিক্ত বাংলাদেশের ১৩৪তম ক্রিকেটার এই তরুণ। অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন এই পাসার। ক্যারিবিয়দের বিপক্ষে ৬ ওভারে বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
ম্যাচ শুরুর আগে সিরিজের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বেলুন উড়িয়ে উদ্বোধন হয় বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের।
পরে মাঠে দুই দল মিলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন জানায়। উইন্ডিজ দলের সঙ্গে মুষ্ঠিবদ্ধ হাত তুলে বর্ণবাদের বিরোধিতা করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
নট আউট/এমজেএ/আরএ