অস্ট্রেলিয়া সিরিজ হারলেও পুরো সিরিজ জুড়েই উইলো বাজি করেছেন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেনে। আর তাতেই র্যাংঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই ব্যাটসম্যানের। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে টেস্টে র্যাংঙ্কিংয়ের শীর্ষ তিনে উঠে এসেছেন এই অজি ব্যাটসম্যান। এদিকে লঙ্কানদের বিপক্ষে দ্বি শতক হাঁকানো ইংল্যান্ড অধিনায়ক জো রুট ফের শীর্ষ পাঁচে ফিরেছেন।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের সিরিজ শেষে আজ (বুধবার) র্যাংঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ১০৮ রান করা ল্যাবুশেনে ভেঙেছেন নিজের আগের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৭৮। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের পর ছুটিতে যাওয়ায় সিরিজের বাকি তিন টেস্টে খেলা হয়নি বিরাট কোহলির। তাতেই ভারতীয় অধিনায়ক হারিয়েছেন আরো ৮ রেটিং পয়েন্ট। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি অবস্থান করেছেন এখন চারে।
এদিকে গ্যাবায় ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর ছিলেন উইকেট-কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ। ৮৯ রানের অপরাজিত ইনিংসে খেলে উঠে এলেন ক্যারিয়ার সেরা র্যাংঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে জায়গা করে নিয়েছেন পান্থ। এছাড়া গলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিশদের ৭ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। ৭৩৮ রেটিং নিয়ে এখন অবস্থান করেছেন শীর্ষ পাঁচে।
আইসিসি টেস্ট র্যাংঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯১৯ রেটিং নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৮৯১ রেটিং নিয়ে স্টিভেন স্মিথ রয়েছেন দুইয়ে।
-নট আউট/টিএ