গেল মাসে লঙ্কা সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। যার ফলশ্রুতিতে খেলা হয়নি টেস্ট সিরিজে, অবশ্য মঈন আলীকে ছাড়াই স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলায় মেতেছিলো রুটরা। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ভারত সফরে আবারো দলে ফিরেছিলেন মঈন। খেলেছেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মঈন। দুই ইনিংস মিলিয়ে মোট নিয়েছিলেন ৮ উইকেট।
দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করা মঈনের সার্ভিস বাকি দুই টেস্টে পাবেনা ইংলিশরা। আবারো ক্রিকেট থেকে স্বেচ্ছায় বিরতি নিলেন তিনি। তাই দ্বিতীয় টেস্ট খেলেই বাড়ির পথ ধরছেন এই তারকা অলরাউন্ডার। করোনার কারণে বিগত কয়েক মাস বেশ ধকল গেছে মঈনের উপর দিয়ে। তাই আপাতত বিরতির প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। তাই টিম ম্যানেজমেন্টের অনুমতি সাপেক্ষে ছুটি নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘মঈন আলী দেশে ফিরে যাচ্ছেন। অধিনায়ক হিসেবে আমি দলের সেরা খেলোয়াড় সবাইকেই চাই। তবে মঈন দলের সঙ্গে থাকতে চান, নাকি পরিবারের কাছে ফিরতে চান সেই সিদ্ধান্তটা একান্ত তার নিজের। আমরা তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।’
-নট আউট/টিএ