স্পেশাল করেসপন্ডেন্টঃ গত এক দশক ধরে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয়েছে বিপ টেস্টের মাধ্যমে। বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়েই বিপ টেস্টের যুগ শেষ হয়েছে। মঙ্গলবার থেকে ফিটনেস পরিমাপে ইয়ো ইয়ো টেস্টের যুগে পা দিল বাংলাদেশের ক্রিকেট।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আজ ৬০ ক্রিকেটার ফিটনেস টেস্ট দিয়েছেন। জানা গেছে, ইয়ো ইয়ো টেস্টে অংশ নিয়ে অনেক ক্রিকেটার ১৯.৫ স্কোরও তুলেছেন ক্রিকেটাররা। ভারত অনেক বছর ধরেই ইয়ো ইয়ো টেস্ট দিয়ে ক্রিকেটারদের ফিটনেস পরখ করে। একই পদ্ধতি অনুসরণ করে ক্রিকেটের আরও কয়েকটি দেশ।
মঙ্গলবার ঢাকা মেট্রো, রাজশাহী, রংপুর বিভাগের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। কাল ঢাকা, বরিশাল, খুলনা বিভাগ এবং ১৮ ফেব্রুয়ারি সিলেট-চট্টগ্রাম বিভাগের সঙ্গে অবশিষ্ট ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিবে। তবে এবার ফিটনেস টেস্টে রাখা হয়নি কোনো বেঞ্চমার্ক। তবে এনসিএল শুরুর আগে আরেকদফা ফিটনেস টেস্ট দিতে হবে সারা দেশের ক্রিকেটারদের।
-নট আউট/এমজেএ/টিএ