টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক সফল অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টি-টোয়েন্টি ক্রিকেটে বাড়তি ফোকাস রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যদিও সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছেনা এই প্রোটিয়া ক্রিকেটারের। কদিন আগেই পাকিস্তান সফরে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, সেই সাথে দলও হয়েছিলো হোয়াইটওয়াশ। তবে হুট করেই লঙ্গার ভার্সনের ক্রিকেটকে বিদায় জানালেন প্লেসিস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অফিশিয়াল একাউন্টে অবসরের বিষয়টি নিশ্চিত করেন প্লেসিস নিজেই। তিনি লিখেন, ‘১৫ বছর আগে কেউ যদি আমাকে বলত, তুমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট ম্যাচ খেলবে এবং দলকে নেতৃত্ব দিবে তাহলে তাদের কথা আমি বিশ্বাস করতাম না। তবে এমন বর্নিল ক্যারিয়ার গড়ার পেছনে যাদের অবদান আছে তাদের আমি অশেষ ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে আমার স্ত্রী এবং আমার পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।’
কোভিট-১৯ এর কারণে ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়েছে দুই বছর। এদিকে চলতি বছর যথাসময়ে ভারতে বসবে বিশ্ব টি-টোয়েন্টির আসর এবং পিছিয়ে যাওয়া বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। মূলত এই দুই বিশ্ব টি-টোয়েন্টির আসরকে সামনে রেখেই সাদা পোশাক থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন প্লেসিস। আপাতত তার লক্ষ্য সামনের এই দুটি বিশ্ব টি-টোয়েন্টির আসর।
প্লেসিস আরো বলেন, ‘সামনের দুই বছরে, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তাই আমার পুরো ফোকাস এখানেই দিতে চাই। আমি বিশ্বাস করি দ.আফ্রিকা ক্রিকেটকে দেওয়ার মতো আমার এখনো অনেক কিছু আছে। তাই আমি টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশি প্রাধান্য দিতে চাই।’
উল্লেখ্য, দ.আফ্রিকার হয়ে ৬৯ টেস্টে ৪০ গড়ে প্লেসিস রান করেছেন চার হাজারের কিছু বেশি। ১০ শতকের সঙ্গে করেছেন ২১টি অর্ধ-শতকও। সাদা পোশাকে অধিনায়ক হিসেবেও বেশ সফল ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে ৩৯ ম্যাচে নেতৃত্ব দেওয়া প্লেসিস জয় পেয়েছিলেন ২৮টি তে।
-নট আউট/টিএ