ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন প্রথম দুই টেস্টে বিশ্রামে থাকা মার্ক উড ও জনি বেয়ারস্টো। সেই সাথে ছুটি কাটিয়ে ফিরেছেন জ্যাক ক্রলিও।
সিরিজের প্রথম টেস্ট দাপুটে জয়ে ইংল্যান্ড এগিয়ে গেলেও দ্বিতীয় টেস্টে ইংলিশদের নিয়ে ছেলেখেলা খেলে সমতায় ফিরে স্বাগতিকরা। এদিকে তৃতীয় টেস্টটি হবে দিবারাত্রি। অবশ্য এর আগে কখনো দিবারাত্রির টেস্টে একে অপরের মোকাবিলা করেনি। তাই ম্যাচটি দুদলের কাছে সমান গুরুত্বপূর্ণ তো বটেই, সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবনিকেশও আছে জড়িয়ে।
দ্বিতীয় টেস্ট-এ দারুন পারফর্ম করা মঈন আলী স্বেচ্ছায় বিশ্রামে যাওয়ায় বাকি দুই টেস্টে তার সার্ভিস পাচ্ছে না ইংলিশরা। এছাড়া প্রথম দুই টেস্টের স্কোয়াড থেকে কেউ বাদ পড়ছেনা। প্রথম টেস্ট খেলে ছুটিতে যাওয়ায়, দলে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। বিশ্রামে থাকা জিমি অ্যান্ডারসন তৃতীয় টেস্টেও থাকছেন না একাদশে।
আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দিবারাত্রির টেস্টটি।
ইংল্যান্ডের তৃতীয় টেস্টের স্কোয়াড: জো রুট (অধিনায়ক),
ডম সিবলি, ররি বার্নস, জনি বেয়ারস্টো, ওলি পোপ,
ড্যান লরেন্স, বেন ফোকস, বেন স্টোকস, জ্যাক ক্রলি,
ডম বেস, জ্যাক লিচ, ক্রিস ওকস, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, স্টুয়ার্ড ব্রড এবং ওলি স্টোন।
-নট আউট/টিএ