স্পেশাল করেসপন্ডেন্টঃ এপ্রিলের মাঝামাঝি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশের টেস্ট দল। লঙ্কা সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। দুটি টেস্টই হবে একই ভেন্যুতে।
লঙ্কান বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী শনিবার বলেছেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যোগাযোগ হচ্ছে। তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে।’
সিরিজের চূড়ান্ত সময় সূচি ঘোষণা করবে লঙ্কান বোর্ড। জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করেছিল ইংল্যান্ড। তাদের মতোই কোয়ারেন্টাইন বিধি মানতে হবে বাংলাদেশ দলকে।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমাদের জানা মতে শ্রীলঙ্কায় কোভিডের অবস্থা আগে থেকে উন্নতি করেছে। এর মধ্যে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদের বলা হয়েছে, ইংল্যান্ডকে যে ধরনের বিধি মেনে চলতে হয়েছে, আমাদেরও তাই করতে হবে।’
এর আগে গত বছর দুইবার বাংলাদেশের লঙ্কা সফর স্থগিত হয়েছিল। প্রথমবার করোনার প্রাদুর্ভাবে স্থগিত হয় জুনে। পরে সেপ্টেম্বরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ ইস্যুতে সফর স্থগিত হয়ে যায়। লঙ্কানরা অটল থাকলেও বিসিবি এমন বিধি মেনে সফরে যেতে রাজি হয়নি।
- নট আউট / এমজেএ