করোনা বিরতি কাটিয়ে দ.আফ্রিকা সফর দিয়ে আন্তজার্তিক ক্রিকেটে ফিরেছে শ্রীলঙ্কা। এদিকে ও.ইন্ডিজ দল সবার আগে ইংল্যান্ড সফর দিয়ে আন্তজার্তিক ক্রিকেটে ফিরলেও লঙ্কা সিরিজ দিয়েই ঘরের মাঠে ফেরাতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
এই সিরিজকে সামনে রেখে দাসুন শানাকাকে টি-টোয়েন্টি অধিনায়ক করে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। নিয়মিত অধিনায়ক মালিঙ্গার অনুপস্থিতিতে শানাকাই দলকে নেতৃত্ব দিবেন। এর আগে মালিঙ্গার অনুপস্থিতিতে ২০১৯ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন শানাকা।
সফরকে সামনে রেখে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কদিন আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানানো লঙ্কানদের নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা থাকছেন না এই সফরে।
ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি কুশাল মেন্ডিস, অভিষ্কা ফার্নান্দো ও ইসুরু উদানার। পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আশেন বান্দারা ও দিলশান মদুশাঙ্কা জায়গা পেয়েছেন স্কোয়াডে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক দিমুথ করুণারত্নে। দলে রয়েছেন অভিজ্ঞ ম্যাথিউজ, চান্দিমালরা।
ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১০ মার্চ। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নিবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড : দিমুথ করুণারত্নে (ওয়ানডে অধিনায়ক), দাসুন শানাকা (টি-টোয়েন্টি অধিনায়ক), দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুণাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওসাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আশেন বান্দারা, থিসারা পেরেরা, রমেশ থারিন্দ মেন্ডিস, বানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, অসিথ ফার্নান্দো, দিলশান মদুশাঙ্কা, লাকশান সান্দাকান, এবং অকিলা ধনঞ্জয়া।
-নট আউট/টিএ