স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়াডে, তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বিকেল ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়বেন তামিম- মাহমুদউল্লাহরা। দেশ ছাড়ার আগের দিন এলো টিম স্পন্সর, কিট স্পন্সরের ঘোষণা। ২ কোটি টাকায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালি।
টিম স্পন্সর হিসেবে থাকছে ইভ্যালি ও কিট স্পন্সর ই-ফুড। আজ মিরপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। করোনাকালে সিরিজ বাই সিরিজ পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে বিসিবি। তবে নিকট ভবিষ্যতে আইসিসির এফটিপি চূড়ান্ত হওয়ার পর দীর্ঘমেয়াদে স্পন্সর ও ব্রডকাস্টার চুক্তি করবে বিসিবি।
সংবাদ সম্মেলনে ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল বলেছেন, ‘আমাদের সুযোগ করে দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। ইভ্যালি শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল। সবসময় থাকবে। আমরা এখানে আসতে পেরে গর্বিত।’ অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মিরপুর স্টেডিয়ামে ইভ্যালির লোগোসহ নতুন জার্সির ফটোশুটে অংশ নিয়েছিলেন নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা।
-নট আউট/এমজেএ/টিএ