স্পেশাল করেসপন্ডেন্ট: আইপিএলে সুযোগ পেতেই দেশের টেস্টকে উপেক্ষা করলেন সাকিব আল হাসান। এপ্রিলের শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে দুই টেস্ট না খেলে আইপিএলে কেকেআরের হয়ে খেলতে চান তিনি। জোর করে খেলাবে না ভেবে বিসিবি তাকে ছুটি দিয়েছে। এবার আইপিএলে রাজস্থান রয়্যালস দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। ছুটি চাইলে তাকেও দেয়া হবে। তাকে আটকানো হবে না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার বলেছেন, মুস্তাফিজ আইপিএলে খেলার বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে বলেছেন বোর্ড সভাপতি।
সাকিবের মতো মুস্তাফিজকে ছুটি দেয়া হবে কিনা প্রশ্নে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘মুস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএলের ব্যাপারে যে সে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই। তুমি যদি খেলতে না চাও, তুনি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবোনা। বার্তাটা সবার জন্য, একদম পরিষ্কার। এটা কোন বিশেষ ব্যক্তির জন্য না, এটা সাকিবের জন্য কোন সিদ্ধান্ত নিচ্ছিনা। এটা সবার জন্যই সমান।’
গত বছরও আইপিএলের তিনটি দল মুস্তাফিজকে চেয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছিল। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরের কারণে এ বাঁহাতি পেসারকে ছাড়পত্র দেয়নি বিসিবি।
নট আউট/এমজেএ/আরএ