রাজনৈতিক দ্বন্ধে দীর্ঘদিন ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ গড়ায় না বাইশ গজে। তাই দু'দলের ক্রিকেটীয় উত্তাপ ছড়ায় শুধুমাত্র আইসিসির বৈশ্বিক কোন টুর্নামেন্ট এলেই। এবার সেখানেও বাধ সেজেছে রাজনৈতিক ইস্যু। কেননা এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
বিশ্বকাপে অংশ নিতে হলে পাকিস্তানি খেলোয়াড় ও কোচিং স্টাফের ভারতের ভিসা দরকার। আর এই ভিসা পাওয়া নিয়েই দুশ্চিন্তায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগে থেকে এই সুর তুললেও এবার বেশ জোরেশোরেই আলোচনা শুরু করেছে পাক ক্রিকেট বোর্ড। ভারতের কাছ থেকে ভিসা ও নিরাপত্তার ব্যাপারে ‘লিখিত নিশ্চয়তা’ না পেলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ‘হুমকি’ দিয়ে রেখেছে পাকিস্তান।
এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মনি জানিয়েছেন, আইসিসির সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বিবেচনায় রেখেছে। তিনি বলেন, ‘আমাদের সরকার (পাকিস্তান) কখনও বলেনি আমরা ওখানে (ভারত) খেলতে পারবো না। আমরা বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। তাই আইসিসিকে স্পষ্ট জানিয়েছি, আমরা ভারত সরকারের কাছ থেকে ভিসার লিখিত নিশ্চয়তা চাই। সেই সাথে আমাদের ভক্ত, সাংবাদিক ও বোর্ড কর্তাদের জন্যও ভিসার নিশ্চয়তা চাই। নাহলে বিকল্প ভেন্যুর জন্য আইসিসির কাছে আবেদন করবো।’
-নট আউট/টিএ