স্পেশাল করেসপন্ডেন্টঃ আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে হোম সিরিজের একমাত্র চারদিনের ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে গেছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ম্যাচের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে সাইফ হাসানের দল। চালকের আসনে রয়েছে স্বাগতিকরা।
শনিবার বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়েছে। তাতেই ১৬২ রানের লিড পায় সাইফ বাহিনী। পরে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে আইরিশরা। এখনও ১২৭ রানে পিছিয়ে তারা।
আগামীকাল ম্যাচের তৃতীয় দিনে আইরিশদের দ্বিতীয় ইনিংস যত দ্রুত শেষ হবে, তত দ্রুতই জয়ের দেখা পাবে ইমার্জিং দল। কার্যত ১২৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট তুলে নিলে ইনিংস ব্যবধানেও জয় পেতে পারে সাইফের দল।
আজ সাগরিকায় শেষ ৯ উইকেটে ২৩২ রান যোগ করে ইমার্জিং দল। অধিনায়ক সাইফ ৪৯, মাহমুদুল হাসান জয় ৪২ রান করেন। তাদের জুটিতে এসেছিল ৮৩ রান। চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়-ইয়াসির আলী ১১২ রানের জুটি গড়ায় ইমার্জিং দলের স্কোরটা তিনশো পার হয়। তৌহিদ হৃদয় ৩৬ রান করেন। গার্থের শিকার হওয়ার আগে ৮টি চার, ৫টি ছয়ে ১১৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী। শাহাদাত হোসেন দিপু ২০, আকবর আলী ১৯ রান করেন। আয়ারল্যান্ড উলভসের অ্যাডেইর, হুমে ৩টি করে, গার্থ ২টি, টেক্টর- ডেলানি ১টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসেও আইরিশরা তানভিরের ঘূর্ণি তোপে পড়ে। ৩৩ রানে ৪ উইকেট হারায়। তৃতীয় ওভারে এবাদত ম্যাককুলামকে (১) ফেরানোর পর তানভিরের টানা তিন শিকার হন ললোর (৮), ডোহেনি (২০), গার্থ (০)। টেক্টর ২, ক্যাম্পার ২ রানে ব্যাট করছেন। বাঁহাতি স্পিনার তানভির ৯ রানে ৩টি উইকেট নিয়েছেন।
-নট আউট/এমজেএ/টিএ