স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ড সফরে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। এবার জযের খাতা খোলার আশাবাদ ব্যক্ত করেই দেশ ছেড়েছিল বাংলাদেশ। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করেছে টাইগাররা। ক্রাইস্টচার্চে অনুশীলন শেষে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন, অতীতে প্রাপ্তির খাতা শূন্য হলেও এবার কিছু নিয়েই দেশে ফিরতে চান।
তরুণ এ ক্রিকেটার বলেছেন, ‘প্রত্যাশা অবশ্যই থাকবে কারণ ওয়ানডেতে আমরা অনেক ভালো টিম। তো আমরা যদি সবাই আমাদের ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই রেজাল্ট আমাদের পক্ষে কথা বলবে। পাশাপাশি টি-টোয়েন্টিও আছে, যেহেতু এর আগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, তো আমাদের চেষ্টা থাকবে এ সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে যেতে পারি, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর হাতে।’
অনুশীলনে ফিরতে পেরে বেজায় খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। সাইফউদ্দিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম ৭ দিন হোম কোয়ারেন্টিন করার পর আজকে অষ্টম দিনে প্রথম ছোট ছোট গ্রুপে অনুশীলনে গেলাম। আলহামদুলিল্লাহ, ওভারল সব মিলিয়ে ভালো ছিল। যদিও প্রথমবারের মত অভিজ্ঞতা হলো, এরকম হোম কোয়ারেন্টিন মেইনটেইন করে নিউজিল্যান্ড ট্যুরে আসা। যেহেতু আমরা এজ এ স্পোর্টসম্যান সব ধরণের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করি।’
আজ অনুশীলনে ফিল্ডিং, রানিং করেছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিমের মতো কেউ কেউ ব্যাটিংটাও করেছেন নেটে। অনুশীলনের বিস্তারিত জানাতে গিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘আজকে প্র্যাকটিসে আমরা সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে কাজ করেছি, শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে। কারণ এখানে একটা ওয়েদার এবং বাতাসের একটা ব্যাপার থাকে, এটা মানিয়ে নেওয়ার জন্য ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। এবং শেষে একটু ফিটনেস করি, যেহেতু আমরা সাত দিন ফিটনেস খুব বেশি করতে পারিনি। যার কারণে আমরা রানিং করি, ট্রেইনারের ইন্সট্রাকশন অনুযায়ী আমরা রানিংটা করলাম। তো আরও যতদিন সময় পাব, ছোট ছোট ট্রেনিং করে নিজেকে এডজাস্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ।’
- নট আউট / এমজেএ