দ্বিতীয় দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী জুনে লর্ডসে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচটি লর্ডসে’ই আয়োজন করা হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাই বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি।
আগামী ১৮ জুন ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিলো। তবে আপাতত সেই সিদ্ধান্ত থেকে আইসিসিকে আসতে হচ্ছে সরে। এই বিষয়ে আইসিসির এক শীর্ষ কর্তা জানান, ‘ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে খুব শীগ্রই। মেডিক্যাল টিম এবং ইসিবির সঙ্গে আলোচনা করে আইসিসি নতুন কোন ভেন্যু চূড়ান্ত করা হবে। মূলত জৈব সুরক্ষিত বলয় ইস্যুতেই লর্ডসের বিকল্প ভেন্যু ভাবতে হচ্ছে আইসিসিকে।’
উল্লেখ্য, ইংল্যান্ডকে নিজেদের মাটিতে সিরিজ হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়েছে ভারত। আগেই ফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কোহলিরা। সব ঠিক থাকলে আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
-নট আউট/টিএ