ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে সাড়ে পনেরো কোটি রুপিতে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট ক্যামিন্সকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি এই পেসার। পুরো আসরেই বল হাতে ছিলেন নিষ্প্রভ। যার জন্য সমালোচনার তোপের মুখে পড়তে হয়েছিলো এই অজি পেসারকে।
গেল আসরে বল হাতে ১৪ ম্যাচে ৫২ ওভার বল করে ৪০৯ রান দিয়ে ১২ উইকেট নিয়েছিলেন কামিন্স। নামের প্রতি সুবিচার করতে না পারায় সমালোচনায় পড়তে হয়েছিল ক্যামিন্সকে। তবে এতো এতো সমালোচনা নিয়ে আগে মুখ না খুললেও আইপিএলে ১৪তম আসর শুরুর আগে মুখ খুললেন কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের একটি অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেছেন তিনি।
‘আই অ্যাম আ নাইট’-এর সাক্ষাৎকারে কামিন্স বলেন, ‘টাকা বেশি পেলেই কি বল বেশি সুইং করবে? নাকি মাঠ বেশি বড় হয়ে যাবে। ক্রিকেট খেলা হয় ক্রিকেটের মতো পরিবেশেই। এখানে কোন কিছু পাল্টানো যায় না।’
তিনি যোগ করে আরো বলেন, ‘গেল আসরে যতটা আশা করেছিলাম, সেভাবে করতে পারিনি। তবে এবারের আসরে ভালো করতে চাই। ভারতের উইকেট বরাবরই পেসারদের সহায়তা করে। এখনে খেলতে মুখিয়ে আছি আমি। আশা করছি ভালো কিছু করতে পারবো এবার।’
উল্লেখ্য, করোনার কারণে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হয়েছিলো সংযুক্ত আরব আমিরাতে। তবে আইপিএলের ১৪তম আসর অনুষ্ঠিত হবে ভারতের। সব ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল।
-নট আউট/টিএ