দীর্ঘদিন ধরেই আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ের চূড়ায় অবস্থান করছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। এবার প্রোটিয়া লেগ স্পিনার তাবরাইজ শামসির কাছে শীর্ষস্থান খোয়ালেন তিনি।
গত মাসেই পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট শিকার করেছিলেন শামসি। এদিকে জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সফল ছিলেন রশিদ। কিন্তু আইসিসির সদ্য হালনাগাদ র্যাংকিংয়ে রশিদকে পেছনে ফেললেন শামসি। ৭৩৩ পয়েন্ট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত শীর্ষস্থান উঠেছেন এই প্রোটিয়া স্পিনার। ৭১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ খান। ৭০২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন অজি স্পিনার অ্যাশটন অ্যাগার।
এদিকে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। ওই সিরিজেই ব্যাট হাতে আলো ছড়ানো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এগিয়েছেন এক ধাপ। অবস্থান করছে চতুর্থ স্থানে। তবে সেই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়া কোহলির সতীর্থ লোকেশ রাহুলের অবনমন হয়েছে। এক ধাপ পিছিয়ে লোকেশ রাহুলের অবস্থান এখন পাঁচে। শীর্ষ তিনে মালানের সঙ্গী হয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পাক কাপ্তান বাবর আজম।
এছাড়া অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। অলরাউন্ডার র্যাংকিংয়ে নবীর পরেই দুইয়ে অবস্থান করছেন সাকিব আল হাসান। তিনে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
-নট আউট/টিএ