নট আউট ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হলেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। গতকাল (শনিবার) সকালে করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে নিজেই জানিয়েছিলেন শচীন।
শচীনের পর সন্ধ্যায় (শনিবার) ইউসুফও এক টুইট বার্তায় করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। এই দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে রোড সেফটি টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কারণ, দু'জনই ইন্ডিয়া লেজেন্ডসের সদস্য ছিলেন।
টুইট বার্তায় ইউসুফ লিখেন, ‘আমার কোভিড-১৯ এর ফলাফল পজিটিভ এসেছে। মৃদু উপসর্গও রয়েছে। এখন আমি নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছি এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছি। যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন আপনাদেরও টেস্ট করানোর অনুরোধ করছি।’
-নট আউট/টিএ