নট আউট ডেস্কঃ গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। এই তারকা ক্রিকেটারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোন দলই। গেল আসরে দিল্লি দলে ভেড়ালেও করোনার জেরে আসর থেকে নাম প্রত্যাহার করেছিলেন রয়। তবে এবার আসর শুরুর এক সপ্তাহে রয় পেলেন সুখবর।
অজি তারকা মিচেল মার্শ আইপিএলকে না করে দেওয়ায় কপাল খুলেছে এই ইংলিশ ওপেনারের। এপ্রিলের ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা ছিলো মার্শের। তবে আসর থেকে নাম সরিয়ে নেওয়ায় রয়কে দলে নিয়েছে হায়দরাবাদ। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে দলে ভিড়িয়েছে।
করোনার কারণে আসর শুরুর আগে থেকে আসর শেষ হওয়া পর্যন্ত ক্রিকেটারদের থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। আর আইপিএল চলবে প্রায় দুই মাস ধরে। এসব দিক বিবেচনা করেই টুর্নামেন্টটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্শ। গত আসরেও চোটের কারণে আসরের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল এই অজি অলরাউন্ডারকে।
-নট আউট/টিএ