স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুই ফরম্যাটে সবকটি ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের কাছে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ম্যাচ হেরে আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন ক্রিকেটাররা। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ৪০ দিনের সফর ছিল এটি। অনেক প্রত্যাশা থাকলেও নিউজিল্যান্ডের মাটিতে এবারও জয়ের খাতা খোলা যায়নি। নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাসে দ্বিপাক্ষিক সিরিজে টানা ৩২ ম্যাচ হারলো বাংলাদেশ। এবার সফরের দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ এসেছিল জয়ের। কিন্তু ক্যাচ মিস, মিস ফিল্ডিংয়ের কারণে সুযোগ নষ্ট হয়।
ওয়ানডে সিরিজ শেষেই ঢাকায় ফিরেছিলেন তামিম ইকবাল ও হাসান মাহমুদ। বাকি ১৮ ক্রিকেটার আজ ফিরেছেন। সঙ্গে দলের কোচিং স্টাফের সদস্যরা। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক ফিরেননি দলের সঙ্গে। তারা দুজন ছুটিতে দেশে ফিরেছেন। দলের সঙ্গে থাকলেও টি-২০ সিরিজ খেলা হয়নি মুশফিকুর রহিমের। ইনজুরিতে পড়েছিলেন তিনি।
আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে লঙ্কানদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
-নট আউট/এমজেএ/টিএ