স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ডে ব্যর্থ সফর শেষে রোববার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সফরে ছয়টি ম্যাচ হেরেছিল মাহমুদউল্লাহ-তামিমরা। আজ সতীর্থদের সঙ্গে দেশে ফিরলেও বিমানবন্দর থেকে বের হননি মুস্তাফিজুর রহমান। বিকেলের ফ্লাইটে আইপিএল খেলতে ভারতে চলে গেছেন বাঁহাতি এ পেসার। রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি।
ভারতে মুস্তাফিজের সফরসঙ্গী হয়েছেন স্ত্রী সামিয়া পারভিন শিমু। আইপিএলের পুরো সময়টা বাঁহাতি এ পেসারের সঙ্গে থাকবেন শিমু।
আজ বিসিবি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড থেকে ফিরে মুস্তাফিজ বিমানবন্দর থেকে বের হয়নি। কিছুক্ষণ পরে ওখান থেকেই আইপিএল খেলতে যাবেন। আমরা কিছুক্ষণ আগে ওনার স্ত্রীকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছি। আইপিএলের পুরো সময়টা তিনি মুস্তাফিজের সঙ্গে থাকবেন।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় না থাকায় মুস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি।
-নট আউট/এমজেএ/টিএ