স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ড সফরে দৃষ্টিকটু হয়ে ধরা দিয়েছে বাংলাদেশ দলের ফিল্ডিং। মিস ফিল্ডিং ছিল ধারাবাহিক ঘটনা। সঙ্গে ক্যাচ মিসও। সফর জুড়ে ১১টি ক্যাচ মিস করেছেন মাহমুদউল্লাহরা। রোববার সকালে দেশে ফিরে বিমানবন্দরে নাসুম আহমেদ সাংবাদিকদের সামনে ক্যাচ মিসের হাস্যকর যুক্তি দেখিয়েছেন। তিনি যা বলেছেন তাতে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের পরিষ্কার আকাশ।
বাঁহাতি এ স্পিনার বাজে ফিল্ডিং সম্পর্কে বলেছেন, ‘দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে ইম্প্রুভ হইতো। কারণ এক নম্বর ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর ওখানের ওয়েদার আমাদের ওয়েদারের মতো না। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।’
সফরে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নাসুম বলেছেন, ‘সত্য কথা বললে আমাদের দ্বারা হয় নাই। আমরা যে খারাপ খেলছি বা আমাদের দ্বারা হয় নাই, এই আর কি। এর চেয়ে বেশি কিছু না। কন্ডিশনে একটু প্রবলেম ছিল।’
জয়ের আশা থাকলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি বাংলাদেশ। নাসুম বলেন, ‘আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা ম্যাচ জিতব। বাট হয় নাই। তাই এজন্য এ কথা। তারপরও আমরা চেষ্টা করছি। আমাদের দ্বারা হয় নাই। আমি তো প্রথমেই বললাম, আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই।’
-নট আউট/এমজেএ/টিএ