স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ড সফরে টানা ছয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। অনেক প্রত্যাশা থাকলেও জয়ের মুখ দেখেনি সফরকারীরা। সফর জুড়ে দলের সঙ্গেই ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ৪ এপ্রিল দেশে ফিরেছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে। আজ সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। তবে ব্যর্থতার কোনো অজুহাত দেননি তিনি।
সুযোগ পেয়ে কন্ডিশনে মানিয়ে নিতে পারেনি তামিম-মাহমুদউল্লাহরা। হাবিবুল আজ বলেছেন, ‘এই সময়টা আমরা ভালো সুযোগ পেয়েছিলাম ওখানের কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য। প্রস্তুতি আমরা ভালোই নিয়েছিলাম কিন্তু ম্যাচ হয় পরিস্থিতি অনুযায়ী ওটা ভালো করা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি।’
হাবিবুল সরাসরিই বলেছেন, দল হিসেবে ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ। সোমবার তিনি বলেছেন, ‘কোন বিভাগেই আমরা খুব বেশি ভালো করতে পারেনি। ব্যাটিং ভালো হয়নি, বোলিংটা আশানুরূপ হয়নি যতটা আশা করেছিলাম। দ্বুতীয় ওয়ানডে ছাড়া আমরা কোনো ম্যাচই খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ফিল্ডিংটা আমাদের জন্য খুব হতাশার ছিল।’
ব্যর্থতার অজুহাত দেননি এ নির্বাচক। হাবিবুল বলেন, ‘দেখুন প্রস্তুতি কিন্তু আমাদের খুব খারাপ ছিল না। আমরা বেশী সময় পেয়েছি আগে আগে গিয়েছি। আবহাওয়া খুব বেশি সমস্যা করে নেই একটা ম্যাচ ছাড়া অন্যগুলোতে বৃষ্টি হয়নি। ঠান্ডাও সেরকম ছিলনা আমি আসলে কোন অজুহাত দিব না। আমরা ভালো ক্রিকেট খেলিনি। এর পেছনে অন্য কোন কারণ ছিলনা। আমি দেখেছি ছেলেরা চেষ্টা করেছে, ভালো প্রস্তুতি নিয়েছে। কিন্তু প্রয়োগটা মাঠে সেভাবে করতে পারেনি। আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি।’
তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে হতাশ হয়েছেন হাবিবুল। সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনটা যেকোন দেশের জন্যই চ্যালেঞ্জিং হয়। কিন্তু এবার আমাদের আশা ছিল, অন্যবারের চেয়ে ভালো দল নিয়ে গিয়েছি, পারফরম্যান্সে উন্নতি হবে। সেটা হয়নি, আমার জন্য অবশ্যই হতাশার।’
-নট আউট/এমজেএ/টিএ