নট আউট ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে গেলবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। একদিন বাদেই ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ঋষভ পান্থের দিল্লি ক্যাপিট্যালস।
এখনও পর্যন্ত আইপিএলের সবকটি আসরে অংশ নিলেও শিরোপা জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। নাম বদলে দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিট্যালস করলেও ভাগ্য বদলায়নি ফ্র্যাঞ্চাইজিটির। তবে বেশ কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক উন্নতি করে আসছে দলটি। তারই ধারাবাহিকতায় ২০১৯ মৌসুমে শেষ চারে খেলেছিলো শ্রেয়াস আইয়ারের দল। তবে ২০১৯ এর সাফল্যকে গত মৌসুমে ছাড়িয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে ফাইনাল খেলেছিলো দিল্লি। তবে শিরোপা জেতা হয়নি।
তবে এবার ভাগ্যের পরিবর্তন চান ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচ সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়। তাঁর দৃঢ় বিশ্বাস, প্রথমবারের মতে আইপিএলের শিরোপা ঘরে তুলবে দিল্লি ক্যাপিট্যালসই। দিল্লির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।
পন্টিং বলেন, ‘আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এবার আইপিএল শিরোপা জিতব আমরা। শেষ কয়েক মৌসুমের রেকর্ডও আমাদের পক্ষে কথা বলে। আমি যে কারণে এখানে এসেছি, ছেলেরাও ঠিক এই কারণেই এখানে এসেছে। আমরা সবাই শিরোপা জিততে দৃঢ় সংকল্প। সবাই গেলবারের সাফল্যকে ছাড়িয়ে যেতে আত্নবিশ্বাসী।’
-নট আউট/টিএ