নট আউট ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। দীর্ঘদিন পর মাঠে এনসিএল ফিরলেও দুই রাউন্ড শেষে সেটাও করা হয়েছে স্থগিত।
তাই শঙ্কা দেখা দিয়েছে ঘরের মাঠে যুব দলের পাকিস্তান সিরিজ নিয়েও। টাইগার যুবাদের বিপক্ষে খেলতে আগামী সপ্তাহেই ঢাকায় পা রাখার কথা পাকিস্তান যুব দলের। সফরে একটি চার দিনের ম্যাচ ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিলো দু'দলের। তবে শেষ মূহুর্তে এসে সফরটি নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ওদেরকে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এখানে সরকারি অনুমোদনের একটা ব্যাপার আছে। নির্ধারিত সূচিতে তাঁদের আনা সম্ভব না হলেও ১৬-১৭ তারিখের দিকে আনার চেষ্টা করবে বোর্ড।’
-নট আউট/টিএ