স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে দুই টেস্টে হারের পরই বিসিবি সভাপতি বলেছিলেন, এখন থেকে প্রতি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন একজন বোর্ড পরিচালক। যার অংশ হিসেবে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে টিম লিডারের ভূমিকায় গিয়েছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
চলতি মাসে শ্রীলঙ্কা সফরে টিম লিডার হয়ে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ নিজের দায়িত্ব নিয়ে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেছেন, ‘অনুভূতির তো কিছু নাই, দায়িত্ব আবার একটা। এর আগে জালাল ভাই গিয়েছিলেন বোর্ড হয়তোবা ঘুরে ফিরে সবাইকে দিচ্ছে। বোর্ডের যেহেতু আস্থার জায়গা আছে আমাদের ওপরে। সেটা জালাল ভাই যাক আর আমি যাই বা আকরাম ভাই যাক। অবশ্যই এক্সসাইটেড, আবারো বাংলাদেশ টিমের সাথে যাবো।’
শ্রীলঙ্কা সফরটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিসিবির এ পরিচালক বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ সামনে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। যদিও আমরা টেস্টে পিছিয়ে আছি।’
আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল ও দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।
-নট আউট/এমজেএ/টিএ